ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

উপ-উপাচার্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
উপ-উপাচার্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য ডা. জাকারিয়া স্বপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উপ-উপাচার্যের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।

সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত অনুসন্ধান কমিটি প্রতিবেদনের খণ্ডিতাংশ উপস্থাপনের বিষয়ে উপাচার্য ডা. কামরুল ইসলাম খান এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. শারফুদ্দিন আহমদ জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুই করার নেই।

সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর জানানো হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ে নার্স নিয়োগে কোন ধরনের অনিয়ম হয়নি বলেও জানান তারা।

এর আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক গঠিত অনুসন্ধান কমিটি বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণের সুপারিশ করে। এছাড়াও দোষী ব্যক্তিদের সতর্ক করা এবং সিন্ডিকেটকে ব্যবস্থা নেওয়ার জন্যে সুপারিশ করা হয়।

কমিটি জানিয়েছে, উপ-উপাচার্য (শিক্ষা) ডা. জাকারিয়া স্বপনের উত্থাপিত সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযোগগুলো সম্র্পকে সাংবাদিকদের জানায়নি কমিটি।

গত ১৯ জানুয়ারি উপাচার্যের কক্ষে উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনেন উপ-উপাচার্য ডা. জাকারিয়া স্বপন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমএন/জেডএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।