মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বছরে প্রায় ১৮ হাজার হার্টের রিংয়ের চাহিদা রয়েছে। এ চাহিদাকে কাজে লাগাচ্ছে দেশের চিকিৎসক-ব্যবসায়ী সংগঠনের একটি মহল।
তবে সরকার এই বাণিজ্য বন্ধে উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো-ন্যাশনাল ফার্মাসিউটিকেলস অ্যান্ড মেডিকেল প্রাইসিং অথরিটি গঠন করা, রিং বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওষুধ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও মেডিকেল ডিভাইসে ভ্যাট প্রত্যাহার করা।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআর/এমেজএফ