এরই মধ্যে ভাসকুলার সার্জন ডা. এসএমজি সাকলায়েন রাসেল সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন বিভাগে। অন্যান্য সার্জনদের মধ্যে রেজিস্ট্রার ও স্পেশালিস্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. জুবায়ের আহমেদ, অ্যানেস্থেসিওলজিস্ট ডা. জসিম।
ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসা, রক্তনালীর ব্লক চিকিৎসা, রিং পরানো বা পায়ের বাইপাস অপারেশন, রক্তনালীর টিউমার বা হেমানজিওমা অপারেশন, ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা তৈরি থেকে শুরু করে সব ধরনের চিকিৎসার সুযোগ থাকছে এ বিভাগে।
এছাড়াও রয়েছে ভাসকুলার ডুপ্লেক্স পরীক্ষা, হাত ও পায়ের এনজিওগ্রামের সুবিধা।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএন/এমজেএফ