ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে

ঢাকা: ভাসকুলার বা রক্তনালী রোগের চিকিৎসা দিতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও ইনস্টিটিউটে চালু হয়েছে স্বতন্ত্র ভাসকুলার সার্জারি বিভাগ। এপ্রিলের প্রথম সপ্তাহ বিভাগটি চালু হয়।

এরই মধ্যে ভাসকুলার সার্জন ডা. এসএমজি সাকলায়েন রাসেল সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন বিভাগে। অন্যান্য সার্জনদের মধ্যে রেজিস্ট্রার ও স্পেশালিস্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. জুবায়ের আহমেদ, অ্যানেস্থেসিওলজিস্ট ডা. জসিম।

ভিজিটিং প্রফেসর হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাসকুলার সার্জন ডা. মাহবুব কুদ্দুস।

ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসা, রক্তনালীর ব্লক চিকিৎসা, রিং পরানো বা পায়ের বাইপাস অপারেশন, রক্তনালীর টিউমার বা হেমানজিওমা অপারেশন, ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা তৈরি থেকে শুরু করে সব ধরনের চিকিৎসার সুযোগ থাকছে এ বিভাগে।

এছাড়াও রয়েছে ভাসকুলার ডুপ্লেক্স পরীক্ষা, হাত ও পায়ের এনজিওগ্রামের সুবিধা।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।