ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জে যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, সেপ্টেম্বর ১২, ২০১৭
মানিকগঞ্জে যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ: জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওয়তায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের নিয়ে যক্ষ্মা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস ও ব্র্যাকের যৌথ আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন কর্নেল মালেক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুস সালাম।

কর্মশালায় বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক ডা. বজলুল করিম, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডা. উত্তম কুমার সরকার, ব্র্যাকের মানিকগঞ্জ জেলা ম্যানেজার হিমাংশু মহন মন্ডল, বাংলাদেশ সাংবাদিক সমতিরি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অফিসার মো. মজিবুর রহমান প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা যক্ষ্মা নিয়ন্ত্রণে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ