শুক্রবার (৬ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
দ্বিতীয় বার ভর্তিচ্ছুদের নম্বর কাটার বিষয়ে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যেটা সুপ্রিম কোর্ট যথার্থ বলেছে। এটা ভবিষ্যতে থাকবে কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কলামিস্ট ও শিক্ষাবিদ সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রের ৩৪ ভেন্যুতে অভিন্ন প্রশ্নপত্রে এ বছর সরকারি, বেসরকারি ও ডেন্টাল কলেজসহ প্রায় দশ হাজার আসনের বিপরীতে ৮২ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসকেবি/ওএইচ/