ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

অটিজম সচেতনতা দিবস সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, এপ্রিল ১, ২০১৮
অটিজম সচেতনতা দিবস সোমবার প্রতীকী ছবি

ঢাকা: বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল (সোমবার)। অটিজম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে পালিত হবে দিবসটি। এ দিবস পালনের অন্যতম লক্ষ্য অটিজমের শিকার ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা।

বর্তমান সরকার অটিজম নিয়ে বেশ গুরুত্বে সঙ্গে কাজ করছে। দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান নানা কর্মসূচিও হাতে নিয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। ২০০৭ সাল থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
ইইউডি/এসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।