মঙ্গলবার (৩০ জুলাই) সিরাজগঞ্জ ২৫০-শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জেবুন্নাহার বেগম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিরাজগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, কয়েকদিনের প্রচণ্ড জ্বর ও ব্যথা নিয়ে এসব রোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে রোগীদের রক্ত ও বিভিন্ন পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত করা হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত মঙ্গলবার (২৩ জুলাই) থেকে সোমবার (২৯ জুলাই) রাত পর্যন্ত মোট ১৯ জন ডেঙ্গু রোগী সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন এবং দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সাতজন চিকিৎসাধীন।
আক্রান্তদের বেশির ভাগই রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে এসেছেন। সিরাজগঞ্জে এ রোগের প্রাদুর্ভাব নেই বলে উল্লেখ করেন তিনি।
** সিরাজগঞ্জে ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআরএস