ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত ৫৩ হাজার, চিকিৎসা শেষে ফিরেছে ৪৫ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত ৫৩ হাজার, চিকিৎসা শেষে ফিরেছে ৪৫ হাজার হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

ঢাকা: জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ৯৭৪ জন। আর এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য দিয়ে তথ্য অধিদপ্তর রোববার (১৮ আগস্ট) এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
 
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গুরোগী আছেন সাত হাজার ১৬৮ জন, যার মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬৬৮ জন।


 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৭০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা শহরে ৭৩৪ জন।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।