সোমবার (৯ সেপ্টেম্বর) ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক নোমান চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত চৌধুরী, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সরদার আতিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকেরা বিভিন্ন সময় হামলার শিকার হন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ঈদের ছুটিতেও পরিবার-পরিজনকে সময় না দিয়ে দেশের জনগণকে চিকিৎসাসেবা দেই। অথচ কিছু সন্ত্রাসী বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের উপরে হামলা চালায়। তাই আমরা ডাক্তারদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা ডাক্তারদের নিরাপত্তায় হেলথ পুলিশ সার্ভিস গঠনের দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, ডাক্তাররা যদি নিজেদের নিরাপদ মনে না করেন তাহলে তাদের পক্ষে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।
একই সঙ্গে খুলনার খালিশপুরে ডা. সুজা উদ্দিন সোহাগের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরকেআর/এএ