শনিবার (২৮ সেপ্টেম্বর) সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) সহায়তায় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় এবং মৌলভীবাজার জেলার চারটি ভ্যালি কমিটির প্রায় অর্ধশত সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চা সংশ্লিষ্ট নেতারা।
চা-শ্রমিকদের সার্বিক অবস্থা নিয়ে সেড অনেক বছর ধরে গবেষণা ও অনুসন্ধান করেছে। প্রকাশ করেছে বই, রিপোর্ট এবং তৈরি করেছে প্রামাণ্যচিত্র। সাম্প্রতিক সময়ে চা-বাগানে গর্ভবতী মায়েদের সার্বিক অবস্থা নিয়ে সেড গবেষণা করেছে এবং প্রকাশ করেছে সচেতনতা বৃদ্ধি ম্যানুয়াল, পোস্টার, ফ্লাইয়ার এবং প্রামাণ্যচিত্র। এসব প্রকাশনা ও প্রামাণ্যচিত্র হাতে নিয়েই এই সভা আয়োজন করা হয়।
সভায় সেডের পরিচালক ফিলিপ গাইন চা-বাগানে মায়েদের স্বাস্থ্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মায়ের স্বাস্থ্য মায়ের সুরক্ষা’ এবং সেড-প্রকাশিত সচেতনতা সামগ্রী নিয়ে আলোচনা করেন।
সভায় আরও আলোচনা করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী এবং কেন্দ্রীয় ও ভ্যালি কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন সিআইপিআরবির মৌলভীবাজার জেলা সমন্বয়কারী আলতাফুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
বিবিবি/এএটি