শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার অধিদপ্তরের কনফারেন্সরুমে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেগুলো হলো- সারা দেশে বিভাগীয় জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের রোডম্যাপ প্রণয়ন। রোডম্যাপ অনুযায়ী আগামী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সারা দেশে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ শুরু করা। ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা। সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধন স্থাপন করা।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমএএম/আরবি/