ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বশেফমুবিপ্রবিতে ১ম টিকা নিলেন উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বশেফমুবিপ্রবিতে ১ম টিকা নিলেন উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

জামালপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) থে‌কে করোনার প্রথম টিকা নি‌য়ে‌ছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের কো‌ভিড সেন্টা‌রে গিয়ে তি‌নি এবং তার স্ত্রী টিকার প্রথম ডোজ নেন।

 

এ সময় তাদের সার্বিক খেয়াল রাখেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান। তখন রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীও উপস্থিত ছিলেন।

টিকা নেওয়ার পর উপাচার্য সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। দেশের মানুষের জন্য করোনা প্রতিরোধে টিকার ব্যবস্থা করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।