ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা: একুশের সকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ইউল্যাব পরিবার।

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রথমেই ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। এরপর ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্ণেল (অবঃ) ফয়জুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  

এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক মনজুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।