ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সপরিবারে টিকা নিলেন রাসিক মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
সপরিবারে টিকা নিলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী: সপরিবারে করোনা টিকা নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে মহানগরীর উপশহরে নিজ বাসভবনে মেয়র ও তার পরিবারের সদস্যরা করোনা টিকার প্রথম ডোজ নেন।

রাসিক মেয়রের পরিবারের সদস্যদের মধ্যে টিকা নিয়েছেন- মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মেয়রকন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া।

এ সময় মেয়রের বাসভবনের কর্মচারীদেরও কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।