ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

প্রথম ডোজ টিকা পেয়েছেন ৭১ লাখের বেশি শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
প্রথম ডোজ টিকা পেয়েছেন ৭১ লাখের বেশি শিক্ষার্থী

ঢাকা: দেশব্যাপী ৭১ লাখ ১৭ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা পেয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৮ লাখ ৬৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। যার মধ্যে পুরুষ চার লাখ ৭৯৭ জন এবং মহিলা চার লাখ ৬৩ হাজার ৮৪১ জন রয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) পর্যন্ত মোট ৬২ লাখ ৫২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। ফলে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭১ লাখ ১৭ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী।

একইসাথে এদিন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন মোট ৫৩ হাজার ১২ জন শিক্ষার্থী। যার মধ্যে পুরুষ ২৫ হাজার ৮২৩ জন এবং মহিলা ২৭ হাজার ১৮৯ জন রয়েছেন।  

সোমবার (১০ জানুয়ারি) পর্যন্ত মোট ৮ লাখ ৬০ হাজার ১৩৩ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। ফলে মোট নয় লাখ ১৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
আরকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।