ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে নতুন আক্রান্ত ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
বান্দরবানে নতুন আক্রান্ত ২৩

বান্দরবান: বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন।

বুধবার (১৯ জানুয়ারি) বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরের ১৯ জন এবং ৪ জন লামা উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪শ’ ৫৫ জন। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪জন।

অং সুই প্রু মারমা বলেন, বান্দরবানে এই পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮ জনের। নমুনা রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ২৫১ জনের। ১৯ জানুয়ারি পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৪শ’ ৫৫ জন।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৮.৯৩ শতাংশ। বর্তমানে জেলায় রোগী আছেন সর্বমোট ৭৯ জন। এরমধ্যে সদরে ৭০ জন, আলীকদমে ২ জন, নাইক্ষ্যংছড়িতে ২ জন ও লামা উপজেলায় ৫ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।