সিলেট: করোনায় আক্রান্তের সংখ্যায় একের পর এক রেকর্ড ভাঙছে সিলেটে। এবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও পাঁচ শতাধিক।
এর আগে সবশেষ শুক্রবার (২১ জানুয়ারি) সিলেট বিভাগে আক্রান্তের হার ছিল ২৮ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষায় ৩৯৭ জন, সুনামগঞ্জে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ৩৭, হবিগঞ্জে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ ও মৌলভীবাজারে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় মারা গেছেন দুজন। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯১ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৯৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ৭২ জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৯৮ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ হাজার ১৩৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৭৬, হবিগঞ্জে ৬ হাজার ৯০০ এবং মৌলভীবাজারে ৮ হাজার ৬২১ জন।
বিভাগে এখন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৩২, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ১২ জন চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগে ৬৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ ও হবিগঞ্জে ৫০ ও মৌলভীবাজারে ৫ জন। এ পর্যন্ত বিভাগে মোট সুস্থতার সংখ্যা ৫০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ৩১ হাজার ৮৮৩, সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩, হবিগঞ্জে ৪ হাজার ৯৩৬ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৫০১ জন সুস্থ হয়ে ওঠেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনইউ/জেএইচটি