ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনলাভের যোগ ধনুর, মনোবল ফিরে পাবেন তুলা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
ধনলাভের যোগ ধনুর, মনোবল ফিরে পাবেন তুলা

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজ আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। তবে প্রেমযোগ ক্ষীণ।

জাতিকাদের জন্য দিনটি কাটবে সন্তানকে নিয়ে ব্যস্ততা আর পারিবারিক অনুষ্ঠান সামাল দিতে। চাকরিজীবী জাতিকাদের জন্য দিনটি শুভ।

টোটকা: তুলসী ও নিমপাতায় চন্দনের প্রলেপ লাগিয়ে একটি লাল কাপড়ে মুড়ে সারাদিন জামার পকেটে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
নেতৃত্ব দিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। সামাজিক সম্মান লাভের সুযোগ আছে। প্রেমের জন্য দিনটি শুভ। মঞ্চের সঙ্গে যুক্ত জাতিকারা সংবর্ধিত হবেন। সঙ্গীত অথবা নৃত্যের জন্য জাতিকাদের স্বীকৃতি লাভ হতে পারে।

টোটকা: একটি পাত্রে পানিতে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
প্রেমের ক্ষেত্রে বাধা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসবে। নিজের চেষ্টার সাহায্যে অশুভ সমস্ত প্রভাব থেকে মুক্তি পাবেন। জাতিকাদের ক্ষেত্রে অযাচিত প্রাপ্তিযোগ আছে। তবে শারীরিক সমস্যা কিছুটা কষ্ট দিতে পারে।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
আজকের দিনে প্রেমের সম্পর্ক শুরুর ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা কম। কোনো বিশেষ সিদ্ধান্ত নিয়ে মানসিক টানাপোড়েন বাড়বে। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। খরচ বাড়বে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে গুপ্তশত্রু যোগ রাশিচক্রে প্রবলভাবে দেখা যাচ্ছে। কাছের বন্ধুর সঙ্গে মতবিরোধের যোগ আছে। প্রেম নেই। জাতিকারা সামাজিক সম্মান লাভ করবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যেযোগ আছে।

টোটকা: তর্জনী ও বুড়ো আঙুলে কুশ ধরে বাড়ির চারপাশে পানিতে তিল ও জল মিশিয়ে ছড়িয়ে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
স্নেহভাজন কোনো ব্যক্তির সাহায্যে অর্থনৈতিক সাহায্য লাভ করতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকারা মায়ের শরীর নিয়ে বিশেষ ব্যস্ত হয়ে পড়বেন। হাঁটু বা পায়ের অন্য কোনো অংশে চোটের সম্ভাবনা রয়েছে।

টোটকা: আতর বা সুগন্ধি বাড়ির সদর দরজার পাশে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
কাছের বন্ধুর সাহায্যে মনোবল ফিরে পাবেন। প্রেমযোগ বাধাযুক্ত। আঘাতের যোগ আছে। জাতিকাদের ভ্রমণের যোগ। দাম্পত্য সম্পর্ক নিয়ে জাতিকাদের জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
অভিনয় ও মঞ্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুনাম অর্জন করতে পারেন। চাকরি  প্রার্থীদের জন্য শুভ খবর আসতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের জন্য দিনটি প্রতিক‍ূল। জাতিকারা প্রতিবেশী এমন কোনো মানুষ দ্বারা উপকৃত হতে পারেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৩
দাম্পত্য জীবনে ঝড় ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ আছে। তবে অভিভাবকদের শরীর নিয়ে কিছুটা সমস্যা থকবে। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। পারিবারিক সূত্রে উপহার বা ধন লাভের যোগ আছে।

টোটকা: একটি কয়েনে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
ব্যবসা নিয়ে পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে জীবাণুঘটিত শারীরিক সমস্যার শিকার হতে পারেন। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা আত্মবিশ্বাসের ব্যবহারে কর্মে সফলতা পাবেন। আপনার সমস্যা সমাধানে পাশে পাবেন পারিবারের লোকজনকে।

টোটকা:  অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
আজকের দিনে আপনি নিজেই সমস্যার সমাধান বের করতে পারবেন। কারো মিথ্যে ভাষণে ক্ষতির সম্ভাবনা আছে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা পারিবারিক কাজে সফলতা পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।