ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অর্থলাভের সম্ভাবনা কুম্ভের, লেনদেনে লাভবান ধনু

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
অর্থলাভের সম্ভাবনা কুম্ভের, লেনদেনে লাভবান ধনু

আজ কেমন যাবে
তারিখ: ১২/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
দিনের মধ্যেভাগে ব্যবসা সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে।   জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে।

হতাশাজনিত অবসাদ থেকে দূরে থাকুন। প্রেমভাব বাধাযুক্ত।

টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
কোনো বিশ্বস্ত মানুষের দ্বারাই বিশ্বাসভঙ্গ হতে পারে। তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ পেতে পারেন। জীবনে উচ্চাভিলাষীরা আজকের দিনে তাদের লক্ষ্যে সফল হবেন।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :৮
আজকের দিনে বাতের সমস্যা বা হাঁটুর সমস্যা আছে এমন রোগীরা একটু সাবধানে থাকুন। জাতিকারা পরিবারের বিরুদ্ধে গিয়ে পারিবারিক সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পর থেকে সমস্যা সমাধান হতে থাকবে। প্রেমযোগ আছে, তবে এক্ষেত্রে ভাবনা-চিন্তা করে কাজ করতে হবে।

টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৭
আজকের দিনে প্রতিটি পদক্ষেপে সতর্ক হয়ে বন্ধুত্ব বা কোনো মানুষকে বিশ্বাস করুন। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা কিছুটা চিন্তিত রাখবে। দাম্পত্য জীবনের যেকোনো ঘটনায় খুব সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন।
 
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
পারিবারিক সিদ্ধান্তে স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। দিনের প্রথম প্রহরে আঘাত বা রক্তপাতের যোগ আছে। জাতিকারা পরিবারে বিশেষ কারণে অভিনন্দিত হবেন। সামাজিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে। প্রেমযোগ শুভ।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আজ জেদ করে কোনো কাজ করলে আর্থিক ক্ষতি হবে। জাতিকাদের মা বা মাতৃস্থানীয়াদের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্তদের দিনটি শুভ। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
নৃত্য, সঙ্গীতের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা নতুন সুযোগ পাবেন। দিনের মধ্যে কোনো রকম বিতর্ক বা উত্তেজনা এড়িয়ে চলুন। জাতিকারা বিশেষ করে রাস্তা পারাপার করার সময় সতর্ক থাকুন। বাড়ির বাইরে আঘাতযোগ পরিলক্ষিত হচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
আজ আর্থিক বিনিয়োগে লাভের যোগ আছে। মাতুল তরফে ধন লাভের যোগ দেখা যাচ্ছে। জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্যের সমাধান হতে পারে। আর্থিক লেনদেনের মাধ্যমে লাভবান হওয়ার যোগ আছে। জাতিকারা হঠকারি সিদ্ধান্তের মাসুল গুনবেন। আত্মীয়ের খারাপ ব্যবহার আপনাকে কাতর করবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা : সাদা পোশাক পরুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫
মামলায় আপনার পক্ষে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। জাতিকাদের দিনটি কাটবে সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ততার মধ্যে। নতুন কোনো কাজের ক্ষেত্রে জাতিকাদের প্রধান ভূমিকা নিতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।  

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। জাতিকারা জেদের বশে কাজ করা থেকে বিরত থাকুন। প্রেমযোগ আছে। তবে সেটিকে কার্যকরী করতে গেলে প্রচেষ্টার দরকার।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা আসতে পারে। জাতিকারা কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রেম নিয়ে বন্ধুদের সাহায্য পেতে পারেন।

টোটকা: একটি হরিতকি গোলাপ জলে ধুয়ে পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে মুড়ে নিজের কাছে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১২, ২০১৫
এএ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।