ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ভেবে সিদ্ধান্ত নিন কুম্ভ, মন অস্থির থাকবে মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
ভেবে সিদ্ধান্ত নিন কুম্ভ, মন অস্থির থাকবে মেষের

আজ কেমন যাবে
তারিখ- ২৩/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
স্ত্রী, কন্যা অথবা ভগ্নীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ।

তবে পরিচিত কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। প্রেমযোগ শুভ।
 
টোটকা: একটি পিতলের পাত্রে সোনা ও রুপার যে কোনো গহনা কিছুক্ষণ ডুবিয়ে রেখে ওই জল বাড়ির চার কোণে ছিটিয়ে দিন।
 
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
পারিবারিক সমস্যার সমাধান করতে নাকাল হতে হবে। প্রেমের ক্ষেত্রে নানা দিক থেকে সমস্যা আসতে পারে। জাতিকাদের বিশ্বস্ত কোনো মানুষের থেকে বিশ্বাস হারানোর সম্ভাবনা। মন থাকবে অস্থির। লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
কাউকে বলতে না পারা কোনো মানসিক চাপ আপনাকে কষ্ট দেবে। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা পরিবারের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমযোগ শুভ।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আজ ব্যবসায়ীরা প্রয়োজনে নতুন চুক্তি করতে পারেন। দিনের মধ্যভাগে আর্থিক লাভের খবর আসবে। জাতিকাদের নিরাশাজনক কোনো ঘটনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে না এগোনোই ভালো।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
 
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রটি মিশ্রযোগ সম্পন্ন। জাতিকারা নিকটাত্মীয়ের মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। আপনার পরিবারের ভিতরেই আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু হতে পারে।

টোটকা: ছাত্রদের পড়ার টেবিলে কিছুটা মাটি, তিনটি তুলসী পাতা, কয়েকটি ধান একটি মুখ খোলা পাত্রে রেখে দিন।  
 
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
শিক্ষাক্ষেত্র শুভ। বিদেশ ভ্রমণের পরিকল্পনা অগ্রগতি হতে পারে। জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে বাধা আছে। জাতিকাদের অবর্তমানে তাদের বিরুদ্ধে পরিবারের অভিভাবকদের ভুল বোঝানোর চেষ্টা হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
প্রেমের সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। আর্থিক লাভের সুযোগ আসতে পারে, তবে তাকে সতর্ক হয়ে গ্রহণ করুন। কোনো পারিবারিক সমস্যার জন্য তুলা জাতিকাদের অন্যায়ভাবে দায়ী করার চেষ্টা হতে পারে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে ছাত্র ও পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা আছে। ব্যবসা ও চাকরিতে শুভযোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ আছে। জাতিকারা শুভ কাজ ফেলে রাখবেন না। আঘাত ও রক্তপাতের যোগ আছে।

টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আপনাকে আখের গোছানোর উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকুন। জাতিকারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ হোন। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে কিছুটা সতর্কতা অবলম্বন করুন।

টোটকা: একটি পাত্রে পানিতে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে চাটুকারদের থেকে সাবধানে থাকুন। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে জাতিকাদের উন্নতি আটকাবার চেষ্টা হতে পারে। তবে মকর জাতিকার বুদ্ধির কাছে শত্রুপক্ষ পরাজিত হবে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
আপনার বিরুদ্ধে কুৎসা ছড়াতে পারে আপনারই কোনো পরিচিত। তৎক্ষণাৎভাবে উত্তেজিত না হয়ে একটু ভাবতে সময় নিন। জাতিকাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের থেকে দূরে কোথাও পাঠাবার সিদ্ধান্ত নিতে হতে পারে।
 
টোটকা: শোবার ঘরে নীল ও হলুদ ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
ব্যবসার ক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে অনুকূল। কর্মক্ষেত্র ও পরিবার দু’দিকেই জাতিকাদের প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করতে হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।