ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সবুজ শুভ কুম্ভের, বৃষের বেগুনি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
সবুজ শুভ কুম্ভের, বৃষের বেগুনি

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
ব্যবসায় আর্থিক লাভের ক্ষেত্রে বাধা। সম্পত্তি ক্রয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। প্রেম নিয়ে ছোটখাটো সমস্যার যোগ আছে।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
পৈত্রিক সম্পত্তি নিয়ে মাতৃস্থানীয় কেউ বাধা দিতে পারে। হঠকারি সিদ্ধান্তে পারিবারিক সমস্যা বাড়বে। দুঃসময়ে বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসা নিয়ে অংশীদারের সঙ্গে মতবিরোধ হবে। প্রেমযোগ আছে।

টোটকা: নিজের পকেটে এক টুকরো লোহা রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
নমনীয়তা আপনার চরিত্রের বৈশিষ্ট্য। এর সুবাদে সফলতা লাভ করবেন। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে তা সাময়িক। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
বাস্তববাদী চিন্তা আপনার ব্যবসার ক্ষেত্রে মঙ্গলজনক। সামাজিক যোগাযোগের সূত্রে প্রতিপত্তি বাড়বে। সজ্জন ও প্রকৃত বন্ধুর সাহচর্যে শান্তি লাভ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়ির  সামনের দিকে তিনটি পাতিলেবু, তিনটি লঙ্কা, একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় আকস্মিক বাধা হাজির হওয়ায় উদ্বেগ বাড়াবে। কাজের সমাধান হলেও রাশিচক্রের জটিলতার ফলে দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন না। প্রেমযোগ নেই।

টোটকা: শোওয়ার ঘরে একটি পাত্রে জল দিয়ে তিনটি জবা ফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩
পরিস্থিতি মোকাবিলা করে সফল হবেন। আর্থিকলাভের যোগ আছে। আলসার জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে আলোচনার দরকার হতে পারে।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৯
ভাগ্যের সাহায্যে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। সম্পত্তি ঘিরে সমস্যায় পারিবারিক পরিস্থিতি ঘোলা হয়ে উঠতে পারে। দাম্পত্য সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে।

টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
পৈতৃক সম্পত্তি লাভে হঠাৎ করেই জটিলতা দেখা দেবে। অর্থের প্রাপ্তিযোগ আছে। সন্তানের শিক্ষা নিয়ে সমস্যা থাকবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
অংশীদারি ব্যবসায় ছোট ছোট সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে অসহযোগিতা ও শত্রুতা বাড়ায় মানসিক স্থিতি টালমাটাল হতে পারে। সঙ্গীত চর্চায় স্বস্তি ও মনের শান্তি ফিরে পাবেন।

টোটকা: লাল রুমাল বা এক টুকরো লাল কাপড় সঙ্গে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ৬
অন্যকে সাহায্য করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। উঁচু-নিচু জায়গা থেকে পড়ে আঘাত লাগতে পারে। প্রেমযোগ আছে তবে তা কিছুটা বাধাযুক্ত।

টোটকা: ডুমুর ও কাঁচা তেঁতুল মাটির ঘটে রেখে বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
কারও সমস্যার সমাধান করতে গিয়ে অস্বস্তিতে পড়তে হতে পারে। প্রেম নিয়ে বাবা-মায়ের সঙ্গে সমস্যা দেখা দেবে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
কোনো ঘটনায় মনে চঞ্চলতার আশঙ্কা রয়েছে। পরিচিত কারও ব্যবহারে হঠাৎ পরিবর্তন হতে পারে। কোনো পরিচিতের থেকে বিপদের আশঙ্কা আছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: পাঁচটি বোঁটাযুক্ত পান পাতা সঙ্গে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।