ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাশিফল

মীন-কুম্ভের প্রেমযোগ, কর্কটের দিনের শেষভাগ শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
মীন-কুম্ভের প্রেমযোগ, কর্কটের দিনের শেষভাগ শুভ

আজ কেমন যাবে
তারিখ: ১৬/০৭/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
নতুন কোনো কর্মচারীর আগমনে আপনার ব্যবসার উন্নতি হবে। ব্যবসা সংক্রান্ত সমস্যা যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলুন।

মনে রাখবেন আজ ব্যবসায় সমস্যা এলেও সেটা নিজে থেকেই সমাধান হয়ে যাবে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
খুব সতর্কভাবে শত্রুদের এড়িয়ে চলুন। আপনার কাছে খুব অল্প দিনের জন্য কেউ ঋণ চাইতে পারে। অন্যের কথার উপর ভরসা করে ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না। জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ পেতে পারেন।

টোটকা: নিজের পকেটে একটি কয়েন লাল কাপড়ে জড়িয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮
অধিক রাত পর্যন্ত জেগে থাকা বা বেশি পরিশ্রম করতে হবে। শ্লেষ্মাজনিত সমস্যা হতে পারে। জাতিকারা অযথা আবেগ দ্বারা পরিচালিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। প্রেমযোগ আছে, তবে এক্ষেত্রে ভাবনা-চিন্তা করে কাজ করতে হবে।

টোটকা: কাজের টেবিলে পশ্চিম দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
দিনের শেষভাগে শুভ খবর আসতে পারে। সতর্ক হয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন। পাওনা রেখে ব্যবসায় জিনিস বিক্রি করবেন না। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা কিছুটা চিন্তিত রাখবে। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে তিনটি গোলাপ ফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮
কর্মক্ষেত্রে ধনলাভ যোগ আছে। ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। গোপন শত্রুরা সক্রিয় হয়ে ব্যবসার ক্ষতি করতে পারে। জাতিকারা পরিবারে বিশেষ কারণে অভিনন্দিত হবেন। সামাজিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আপনার সিদ্ধান্তের ফলে পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। রাগ, অভিমান পরিত্যাগ করলে পরিবারকে পাশে পাবেন। জাতিকাদের মা বা মাতৃস্থানীয়াদের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ১৮
ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। কিন্তু পরিশ্রম বাড়বে। দরকার হলে ব্যবসায় পরিবারের কারো সাহায্য নিন। জাতিকারা যে কোনো রকম বিতর্ক বা উত্তেজনা এড়িয়ে চলুন। প্রেমযোগ শুভ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮
দোকান বা ব্যবসার জায়গার নিরাপত্তার দিকে নজর দিন। মাতুল তরফে ধন লাভের যোগ। জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে। নতুন কাজের প্রস্তাব আসতে পারে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫
ব্যবসার লাভ আপনার দীর্ঘ দিনের কোনো আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। সম্পত্তি থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। জাতিকারা হঠকারি সিদ্ধান্তের মাশুল গুনবেন। প্রেমযোগ নেই।

টোটকা: একটি পাত্রে পানিতে গম ও চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। ব্যবসায় মুনাফা বাড়বে। ফুসফুস অথবা শ্লেষ্মা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের দিনটি কাটবে সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ততার মধ্যে। পরিবারে আজ জাতিকাদের প্রধান ভূমিকা নিতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।  

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
এমন খবর আসতে পারে যা আপনার চিন্তা বাড়িয়ে দেবে। বিদেশ থেকে অর্থলাভের সম্ভাবনা আছে। জাতিকারা জেদের বশে কাজ করা থেকে বিরত থাকুন। প্রেমযোগ আছে। তবে সেটিকে কার্যকরী করতে গেলে প্রচেষ্টার দরকার।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
ব্যবসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করতে যাওয়াই ভালো। ব্যবসা নিয়ে পরীক্ষা করতে গিয়ে তার জন্য কঠিন মূল্য দিতে হতে পারে। জাতিকারা কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। প্রেমযোগ আছে।

টোটকা: কয়েকটি গোলাপের পাপড়ি পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে মুড়ে নিজের কাছে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।