ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের উচ্চশিক্ষার সুযোগ, মিথুনের দূরভ্রমণের সম্ভাবনা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কুম্ভের উচ্চশিক্ষার সুযোগ, মিথুনের দূরভ্রমণের সম্ভাবনা

আজ কেমন যাবে
তারিখ: ৩০/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
পরিবারে কিছুটা আত্মত্যাগের প্রয়োজন হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে সেটি ভোগাতে পারে।

জটিলতার কারণে কর্মক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্র ও প্রেম- বিষয় দু’টি আলাদা রাখতে পারলেই আপনার মঙ্গল।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
অধ্যয়ন ও অধ্যাপনায় আপনার বিশেষ সাফল্যের যোগ আছে। কোনো আত্মীয়ের আচরণে মন খারাপ বা রাগ হতে পারে। তবে গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। যাত্রা শুরুর পক্ষে দিনটি শুভ। প্রেম নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে সেটি সরিয়ে রাখুন।

টোটকা: নিজের পকেটে সবুজ রুমাল রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
গ্রহের অবস্থানগত কারণে কর্মকুশলতার স্বীকৃতি অধরাই থেকে যাবে। উপার্জন বাড়লেও বিভিন্ন কারণে সেটি ব্যয় হয়ে যাবে। সপরিবার দূর ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রটি শুভ। যাত্রার জন্য দিনটি শুভ।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে কিছু সাদা ফুল রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
কর্মক্ষেত্রে উন্নতির শুভ সংকেত পাবেন। জ্ঞাতি শত্রুর চক্রান্তে পৈতৃক সম্পত্তি লাভে পদে পদে বাধা আসতে পারে। জলপথে ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা ধৈর্য প্রয়োজন। আজকের দিনটি যাত্রা শুরুর জন্য শুভ নয়।

টোটকা: লেবু পাতা পকেটে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
আবেগ থেকে বিপত্তির আশঙ্কা। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ লোকসান হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আপনার কোনো পরিচিত ব্যক্তির উসকানিতে সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে যাত্রা শুভ। তবে দুপুরের পরে। প্রেমের ক্ষেত্রেও সতর্ক হয়ে পা ফেলুন।

টোটকা: তিনটি গোলাপফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩
কোনো শুভানুধ্যায়ীর আনুকূল্যে পারিবারিক সমস্যার সুরাহা হতে পারে। দান করে শান্তি লাভ করবেন। সন্তানের শরীর ও শিক্ষা নিয়ে চিন্তা বাড়তে পারে। যাত্রা ও প্রেম শুভ।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য লাভ করবেন। বেফাঁস মন্তব্য করে ফেলে সমস্যায় পড়তে পারেন। ভুল বোঝাবুঝির জেরে প্রেম-প্রণয়ে জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করে এখনই কোনো লাভ হবে না। যাত্রাযোগ শুভ।

টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
কঠিন কাজ সমাধান করে কর্মক্ষেত্রে বাহবা জুটতে পারে। বাবা-মায়ের সঙ্গে মতের অমিল আপনাকে মনোকষ্টের কারণ হবে। কোনো আত্মীয় আপনার পারিবারিক সমস্যার সুযোগ নিতে চাইবে। দাম্পত্য জীবনে গ্রহের প্রভাবে কিছু কিছু সমস্যা থাকবে। প্রেমের ক্ষেত্রেও ধীরে চলার পদ্ধতি নিন। যাত্রা শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি না মেলায় হতাশা বাড়বে। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য বিরোধ জন্ম নিতে পারে। বকেয়া অর্থ আংশিক ফেরত পেতে পারেন। খাদ্যনালি সংক্রান্ত সমস্যা থাকলে অতিদ্রুত ব্যবস্থা নিন। যাত্রা শুরু করতে হলে দুপুরের আগে শুরু করুন। প্রেমের যোগ ক্ষীণ।  

টোটকা: একটি আমড়া বাড়ির পশ্চিমে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬
বারবার প্রয়াসে সাফল্যের সম্ভাবনা আছে। যুক্তিযুক্ত কথা-বার্তায় অনেকের মন জয় করতে পারেন। মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার নতুন উপার্জনের পথ খুলতে পারে। আজকের দিনে সন্ধ্যের সময়টিতে যাত্রা শুরু করবেন না। প্রেমের যোগ শুভ।

টোটকা: তিনটি আমড়া বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ব্যবসায়িক সম্ভাবনা থেকে উদ্ধারের সম্ভাবনা আছে। গৃহ নির্মাণের পরিকল্পনা সফলতার দিকে যাবে। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ আসতে পারে। গ্রহের বক্রদৃষ্টির ফলে প্রেম নিয়ে জটিলতা বজায় থাকবে। যাত্রা শুভ।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
পরোপকারের প্রতিদানে সম্মান না পাওয়ায় হতাশ লাগতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য সংকটে উদ্বেগ ও চিকিৎসায় ব্যয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রেমের যোগ ক্ষীণ। আজকের দিনে যাত্রা শুভ।

টোটকা: একটি পেঁপে বাড়ির দক্ষিণে রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।