ঢাকা: জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর আপাতত নিবন্ধিত হওয়ার দিকে নজর দিচ্ছে এনসিপি। রোজায় ও রোজার পরে পুরোদমে সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল মাত্রই আত্মপ্রকাশ করেছে। নিবন্ধনের জন্য যে শর্তাবলি পূরণ করতে হয়, আমরা আপাতত সেখানে মনোনিবেশ করি। রোজায় কাজ শুরু করেছি। রোজার পরে পুরোদমে শুরু করবো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এফএইচ/আরবি