ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

অন্যান্য

কিশোরগঞ্জের নিকলীতে প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
কিশোরগঞ্জের নিকলীতে প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ

কিশোরগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে গত ৫ মার্চ প্রথম আলো পত্রিকায় অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো পত্রিকার কপি পোড়ানো হয়।

শনিবার (৮ মার্চ) নিকলী নতুন বাজার থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ-মিছিল শেষে নতুন বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রথম আলো পত্রিকা বয়কটের ডাক দিয়ে বলেন, প্রথম আলো পত্রিকা ফ্যাসিস্টদের এজেন্ট হিসেবে কাজ করে।  

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, প্রথম আলো পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করতেই বিরোধী শক্তির পক্ষ হয়ে প্রথম আলো মিথ্যা ও মনগড়া সংবাদ ছাপিয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রথম আলো তাদের লিখিত সংবাদ প্রত্যাহার না করলে নিকলীবাসী প্রথম আলো পত্রিকা পরিহার করবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, নিকলী উপজেলা বিএনপির সদস্য কামরুল হাসান, নিকলী উপজেলা বিএনপির সদস্য শামীম আল মামুন, নিকলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আহমেদ, নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান, নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, নিকলী উপজেলা তাঁতীদলের আহ্বায়ক স্বাধীন আহমেদ।

এর আগে বাজিতপুরেও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে প্রথম আলো বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।