ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কৃষি

ভোলায় অবৈধভাবে মজুদ ৯৪ বস্তা ধান-গম বীজ জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ভোলায় অবৈধভাবে মজুদ ৯৪ বস্তা ধান-গম বীজ জব্দ, আটক ১

ভোলা: অবৈধভাবে মজুদের দায়ে ভোলায় একটি দোকান থেকে ৯৪ বস্তা ধান ও গমের বীজ জব্দ করেছে পুলিশ। এ সময় মানিক নামে এক কীটনাশক ব্যবসায়ীকে আটকও করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে এ ধান-গম জব্দসহ তাকে আটক করা হয়।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালানো হয়। সে সময় দোকানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৯৪ বস্তা ধান ও গমের বীজসহ দোকান মালিককে আটক করা হয়। জব্দ বীজের মধ্যে ৬৯ বস্তা গমের বীজ ও ১৭ বস্তা ধানের বীজ।

এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাংলানিউজকে জানান, বিএডিসির এ সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির কথা থাকলেও অবৈধভাবে মজুদ করেছিলেন ওই ব্যবসায়ী।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।