ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সালথায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সালথায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় চাষিদের প্রধান কৃষি পণ্য পেঁয়াজ। এ পেঁয়াজের মাঝেই স্বপ্ন বুনেন এ উপজেলার চাষিরা।

সংসারে সচ্ছলতা ফিরে পান এই পেঁয়াজ আবাদে। তাইতো এবছর চাহিদার যোগান দিতে ও অধিক লাভের আশায় গতবারের তুলনায় চলতি মৌসুমে বেশি জমিতে হালি পেঁয়াজ রোপণ করেছেন চাষিরা।

বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও লাভের আশায় চাষিরা এ ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।  

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ১২৩ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে ১১ হাজার ১৫০ হেক্টর।  

পরিসংখ্যানে দেখা যায়, লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জমিতে হালির পেঁয়াজ আবাদ করেছেন কৃষক। বাজারে পেঁয়াজে দাম ভালো থাকায় তাদের আগ্রহ বেড়েছে পেঁয়াজ চাষে।  


উপজেলার খোয়াড় গ্রামের পেঁয়াজ চাষি শাহাজুদ্দীন মাতুব্বর বলেন, এ বছর ১৫৬ শতক জমিতে হালির পেঁয়াজের আবাদ করেছি। এখন পর্যন্ত জমির পেঁয়াজগুলো বেশ ভালো আছে। আশা রাখছি- এবার পেঁয়াজে ভালো লাভবান হবো।  

উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী মো. সুজন মিয়া বলেন, এখন এ উপজেলায় পেঁয়াজের পরিচর্যা চলছে। আবহাওয়া অনুকূল থাকলে অনেক বেশি ফলন হবে এবার। তবে, সরকার যদি পেঁয়াজের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের বিষয়টি নজর রাখে তবে আমাদের মতো ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে পেঁয়াজ ব্যবসায় আগ্রহ প্রকাশ করবে।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাজ বলেন, কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহী করতে সার, বীজসহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রণোদনা চালু করা হয়েছে। সেটা বিতরণও করা হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করায় তারা এখন বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।