ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নওগাঁয় চলতি মৌসুমে ৭০ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
নওগাঁয় চলতি মৌসুমে ৭০ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা

নওগাঁ: চলতি ২০২৪-২৫ মৌসুমে জেলায় মোট ৭০ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

উল্লেখিত পরিমাণ জমি থেকে চলতি মৌসুমে ১ লাখ ১৭ হাজার ৬৭ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

সরিষা চাষে আগ্রহী করে তুলতে জেলায় ৫৭ হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, প্রণোদনার আওতাভুক্ত জেলার প্রত্যেক প্রান্তিক সরিষা চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে এক বিঘা জমির বিপরীতে বিনামূল্যে ১ কেজি বীজ ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে।    

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলা ভিত্তিক সরিষা চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪৩৮০ হেক্টর, রানীনগরে ৭২৪০, আত্রাইয়ে ৬৭৬৫, বদলগাছিতে ৩৩৯০ হেক্টর, মহাদেবপুরে ৪২৫০ হেক্টর, পত্নীতলায় ৬৯২০, ধামইরহাটে ৫৫৫০ হেক্টর, সাপাহারে ৬৭১০, পোরশায়, ৮২৩০ হেক্টর, মান্দায় ৮২১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৮৪৫০ হেক্টর।  

কৃষি বিভাগ বলেছে, প্রনোদনাপ্রাপ্ত প্রত্যেক কৃষককে ১১৫ টাকা মূল্যের ১ কেজি বীজ, ১৯০ টাকা মূল্যের ১০ কেজি এমওপি সার এবং  ২১০ টাকা মূল্যের ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষকের অনুকূলে দেওয়া বীজ ও সারের আর্থিক মূল্য ৫২৫ টাকা।  

সেই হিসেবে প্রণোদনা প্রাওয়া জেলার ৫৭ হাজার কৃষকের অনুকূলে দেয়া বীজ ও সারের মোট আর্থিক মূল্য ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।