দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর জৎবহবল সরকারপাড়া গ্রামের টমেটো চাষী আতিকুর রহমান বাংলানিউজকে জানান, চলতি মৌসুমে আড়াই বিঘা জমিতে টমেটো চাষ করছেন তিনি। গত কয়েক মৌসুমে ক্ষেতে টমেটো ছিদ্রকারী চিতি পোকা ও মাঝরা পোকার আক্রমণে ফসল উৎপাদন কম হওয়ায় লোকসান না হলেও লাভ তেমন হয়নি।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী আবু সামস্ মো. বদরুদ্দোজা বাংলা নিউজকে জানান, ভেরমন ফাঁদ তৈরি করতে টমেটো চাষে প্রতি শতক জমিতে প্লাস্টিকের তৈরি একটি পোর্ট (বয়াম) ছোট খুঁটির উপর ঝুলাতে হবে। পোর্ট এর মাঝামাঝি পোকা প্রবেশ করতে পারে এমন বড় করে ছিদ্র করতে হবে। এর ভেতরে সাবান পানি, তার উপর স্ত্রী ও পুরুষ পোকার শুক্রানু মিশ্রিত তাবিজ ঝুলাতে হবে। যে তাবিজকে আকর্শন করে পোকা আসবে ও সাবান পানিতে পড়বে। কৃষকরা এই পদ্ধতি প্রয়োগ করায় খরচ যেমন বাঁচছে, তেমনি উৎপাদন করা সম্ভব হচ্ছে বিষ মুক্ত ফসলের।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, চলতি মৌসুমে জেলার ১ হাজার ৯৪৬ হেক্টর জমিতে টমেটো চাষ হচ্ছে। উৎপাদন ভালো করার লক্ষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।
বর্তমানে গাছে গাছে ফুল-ফল আসতে শুরু করেছে। চাষীরা সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জেডএম/