ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

খাগড়াছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
খাগড়াছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হলে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্বে করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জ্যোতি কিশোর ত্রিপুরার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সিনিয়র সহকারী পুলিম সুপার মো. তৈফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর আশরাফুল হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নীতি ভূষন চাকমা, কৃষক ক্যজপ্রু মারমা ও কৃষক শাহ আলম প্রমুক।
 
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকেরা কষ্ট করে ফসল ফলায়। তবে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকারের সময়ে কৃষকেরা বিনা মূল্যে, স্বল্প মূল্যে ও ন্যায্য মূল্যে সার পাচ্ছে। ফলে কৃষকেরা ফসল ফলাতে পারছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ শতাধিক কৃষক এ কৃষক সমাবেশে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।