ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
পঞ্চগড়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ কৃষকদের হাতে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পঞ্চগড়ে সাড়ে ১২শ’ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে এ উপকরণ বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন।  

এ সময় কৃষকদের মধ্যে ২০ কেজি করে গম, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।



বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেসাম রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কৃষি অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকসহ কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।