ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

শরীয়তপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
শরীয়তপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হছে কৃষি উপকরণ। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ৩৫৭ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের উফশী বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রিফাতুল হোসাইন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।

‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৫৭ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।