ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৯, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৬ একর আয়তনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্য চাষি সাচ্চু মিয়া।

তিনি বলেন, বুধবার (৭ মে) রাতে তারাবি নামাজের সময় তার মালিকাধীন তিনটি পুকুরে এক সঙ্গে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে বিষয়টি তাদের নজরে আসে।

এতে ফলে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে।

সাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া উপজেলা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।