ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ধানের ন্যায্য দাম না পেয়ে ধামইরহাটে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৯
ধানের ন্যায্য দাম না পেয়ে ধামইরহাটে বিক্ষোভ ধানের ন্যায্য দাম না পেয়ে বিক্ষোভ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

নওগাঁ: উঠতি বোরো ধানের ন্যায্য দাম না পেয়ে নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় সংগঠন ‘মানব সেবা’র ব্যানারে মানববন্ধন করেন তারা।

এতে কৃষক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকরা বলেন, নতুন বোরো ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। প্রতি মণ ধানে লোকসান হচ্ছে তিন থেকে চারশ’ টাকা। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায় চরম বিপাকে পড়েছেন ধান চাষিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধামইরহাট এমএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, ধানচাষি আবুল কালাম, আলাউদ্দিন, মানব সেবা’র সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।

কর্মসূচি থেকে সরকারিভাবে বেঁধে দেওয়া দর নিশ্চিত করতে ধানের দাম বৃদ্ধি ও হাটগুলোতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।