ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কৃষি

লক্ষ্মীপুরে ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
লক্ষ্মীপুরে ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চলতি মৌসুমে প্রায় ২৯ হাজার ৫৯০ হেক্টর জমিতে বোরো (ইরি) ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮৪ হাজার মেট্রিক টন।

জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর উপজেলায় বোরো ধানের আবাদ হবে সবচেয়ে বেশি। এ উপজেলায় বোরো চাষে ১২ হাজার ৯২০ হেক্টর জমি প্রস্তুত করা হয়েছে।

রামগঞ্জে আট হাজার ২০০, রায়পুরে সাত হাজার ৭৮০, কমলনগরে ৩৫০ ও রামগতিতে ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  

জেলার বিভিন্ন স্থানে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। তবে বেশিরভাগ স্থানে আবাদের জন্য জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

লক্ষ্মীপুর কৃষি অফিস থেকে জানা যায়, সঠিক সময়ে বোরো ধানের চারা রোপণ করলে ফলন ভালো হয়। চারা এলোমেলোভাবে না লাগিয়ে সারিবদ্ধভাবে লাগাতে হয়। সুষম সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে। সাধারণ ইউরিয়া সারের পরিবর্তে গুটি ইউরিয়া সার ব্যবহার করলে অধিক কার্যকর ফল পাওয়া যায়। আধুনিক পদ্ধতিতে ধানের আবাদ করলে অধিক ফলন পাওয়া যায়।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, কৃষি বিভাগ কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত করছে। পোকা দমনে অধিক পরিমাণে কীটনাশক ওষুধ ব্যবহার করে চাষিরা। এতে প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই আবাদকৃত জমিতে ‘পাচিং’ পদ্ধতি অবলম্বন করে পোকা-মাকড় দমন করা সম্ভব। এতে ফসল উৎপাদন খরচ কম পড়ে। বর্তমান কৃষকরা হাইব্রিড (উন্নত ফলনশীল) জাতের ফসলের দিকে ঝুঁকছেন। এ জাতের ধানের চারা এক-দু’টি করে লাগানোর পরামর্শ দেন তিনি।   

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।