ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

উত্তরের ৩ জেলায় ইউরিয়া সার উত্তোলন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
উত্তরের ৩ জেলায় ইউরিয়া সার উত্তোলন বন্ধ

নাটোর: পাবনার পাকশি ট্রানজিট গোডাউন থেকে নিম্নমানের ও বিপণন অনুপযোগী ইউরিয়া সার ক্রয়ে বাধ্য করা ও হয়রানির প্রতিবাদে সার উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছেন উত্তরের তিন জেলার ডিলাররা।

একই সঙ্গে আগামী ২৪ ফেব্রুয়ারি নীলফামারী ও ৬ মার্চ পাবনায় দাবি আদায়ে ডিলাররা সভা করে পরবর্তী করণীয় নির্ধারণের পর দাবি আদায় না হলে পুরো উত্তরবঙ্গে সার উত্তোলন বন্ধ করার হুঁশিয়ারি দেন ডিলাররা।  

জেলাগুলো হলো- নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন উত্তরবঙ্গ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা। এসময় নাটোর বাফা সভাপতি আব্দুস সালামসহ উত্তরবঙ্গের ৮ জেলার বাফা নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মলনে তিন জেলার সার ব্যবসায়ীরা অভিযোগ করেন, নাটোরে বাফা গোডাউন থাকা সত্ত্বেও পাকশি ট্রানজিট গোডাউনে মজুদ ৮ বছরের পুরনো জমাট বাঁধা নিম্নমানের সার উত্তোলনে বাধ্য করছে কর্তৃপক্ষ। না মানলে বিভিন্ন উপায়ে হয়রানি করা হচ্ছে। নিম্নমানের সার ব্যবহারে কৃষকরা প্রতারিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে।

উত্তরবঙ্গ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, তিন জেলার ডিলাররা নিম্নমানের সার উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে। দাবি না মানা হলে উত্তরবঙ্গের সব জেলার ডিলাররা সার উত্তোলন বন্ধ করতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।