ঢাকা, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সাড়ে ৫ মাস পর ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
সাড়ে ৫ মাস পর ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

সাতক্ষীরা: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে।  

জানা যায়, আমদানির প্রথমদিনে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

 

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা বাংলানিউজকে জানান, প্রতিটন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করছে।  

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ সংকটের কারলে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।