ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

প্রকৃত কৃষকদের বিনা শর্তে প্রণোদনা অব্যাহত রাখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
প্রকৃত কৃষকদের বিনা শর্তে প্রণোদনা অব্যাহত রাখার আহ্বান

ঢাকা: কৃষি খাতে অব্যবস্থাপনা বন্ধ করে কৃষক স্বার্থের নীতিমালা সুনির্দিষ্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।

রোববার (১২ জুলাই) জাতীয় কৃষক সমিতির সম্পাদক মণ্ডলীর এক ভার্চ্যুয়াল সভা থেকে এ আহ্বান জানানো হয়।

জাতীয় কৃষক সমিতির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের স্বার্থে চাল আমদানি করার নীতি কৃষিখাতকেই ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি প্রণোদনা সাধারণ কৃষকদের কোনো কাজে আসে নাই বলেও মন্তব্য করা হয় বিজ্ঞপ্তিতে।

দীর্ঘদিন করোনা মহামারি অব্যাহত থাকলে গ্রামীণ ও শহরের প্রান্তিক চাষি, ভূমিহীন দিনমজুর, ছিন্নমূল মানুষ, সব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ প্রস্তাবনা সমূহ তুলে ধরেন।

প্রস্তাবনায় তিনি বলেন, করোনাকালীন সময়ে কৃষিই একমাত্র খাদ্য নিরাপত্তা দিতে পারে। সেক্ষেত্রে প্রকৃত কৃষকদের বিনা শর্তে প্রণোদনা অব্যাহত রাখতে হবে।

আলোচনা অন্যান্যের মধ্যে কথা বলেন সংগঠনটির সম্পাদক মণ্ডলীর সদস্য নুর আহমদ বকুল, নজরুল ইসলাম হক্কানী, হাজী বশিরুল আলম, দীপংকর সাহা দিপু, নজরুল ইসলাম, হবিবুর রহমান, মোস্তফা আলমগীর রতন, গোলাম নওজব চৌধুরী পাওয়ার, আবুল কালাম আজাদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।