ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কৃষি

বান্দরবানে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বান্দরবানে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিচ্ছেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান: বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, শীতকালীন মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বান্দরবানে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলা পরিষদের হলকক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বান্দরবানের সাত উপজেলার কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।