ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

শ্রীমঙ্গলে ট্রেতে চারা উৎপাদন প্রদর্শনী শুরু 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
শ্রীমঙ্গলে ট্রেতে চারা উৎপাদন প্রদর্শনী শুরু 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রেতে চারা উৎপাদন প্রদর্শনী ও কৃষি প্রণোদনা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, খালেদা জিয়ার আমলে সার আনতে গিয়ে গুলি খেয়ে ১৮ জন কৃষক মৃত্যুবরণ করেন।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এখন কৃষকরা সারের পেছনে দৌঁড়ায় না। সার কৃষকের বাড়িতে পৌঁছে যায়।  

প্রধান অতিথি আরো বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল উৎস তাই সরকার কৃষকদের কথা গুরুত্বসহকারে বিবেচনা করে। আমরা ভুলে গেলে চলবে না এই আওয়ামীলীগ সরকারের হাত ধরে বাংলাদেশে স্বাধীনতাও এসেছিল।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নে শ্রীমঙ্গল উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি কতৃক আয়োজিত ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো হাইব্রিড ধানের ট্রেতে চারা উৎপাদন সমলয়ে চাষাবাদ এর নিমিত্ত ২০২০-২১ রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।  

এ সময় উপস্থিত অন্যান্যরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রণেন্দ্র বর্ধন জহর, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।