ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

আউশের অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আউশের অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবনের সুপারিশ ...

ঢাকা: কৃষকদের লাভবান হওয়ার সুযোগ তৈরি করে দিতে আউশ ধানের অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবন করে এবং তা কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে৷

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মামুনুর রশীদ কিরন এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

এ সময় পূর্ববর্তী বৈঠকের সুপারিশসমূহের অগ্রগতি ও কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কীভাবে কাজ করছে সে সম্পর্কিত একটি প্রেজেন্টেশন বৈঠকে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে ভুট্টার উৎপাদন, চাহিদা ও সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                                                          

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।