ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

নওগাঁয় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
নওগাঁয় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

নওগাঁ: নওগাঁয় সরকারিভাবে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১২টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে নওগাঁসহ সারা দেশে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী- জি. এম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল খালেক, নওগাঁ জেলা ধান্য চাউল আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বাংলাদেশ অটোমেটিক রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, চাউল কল মালিক গ্রুপ, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতাকর্মী এবং সাংবাদিকরা।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে- জেলায় ২৭ টাকা দরে ২৬ হাজার ৩৪ লাখ মেট্রিকটন ধান আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে থেকে কেনা হবে।

এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৪৪৮ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৫৫২ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ২ হাজার ৫৮০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ৩ হাজার ৯০০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ২ হাজার ৬৮৯ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৫১৪ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১ হাজার ৬১২ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ৮০৩ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১ হাজার ১২৫ মেট্রিক টন, মান্দা উপজেলায় ২ হাজার ৭১৭ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ৩ হাজার ৯৪ মেট্রিক টন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।