ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

চাঁপাইনবাবগঞ্জের বাজারে গাছ পাকা গোপালভোগ, কেজি ১২০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ২২, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের বাজারে গাছ পাকা গোপালভোগ, কেজি ১২০ টাকা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আবহাওয়াজনিত কারণে এখনও ব্যাপক হারে পাকা আম গাছ থেকে নামানো শুরু হয়নি। তবে বিচ্ছিন্নভাবে বাজারে উঠেছে গাছ পাকা গোপালভোগ আম।

দাম প্রতি কেজি ১২০ টাকা।  

স্থানীয় বড় বড় হাট বা বাজারগুলোতে আম না পাওয়া গেলেও এ গাছ পাকা আম বিক্রি করছেন বাজারের কিছু ফল বিক্রেতা।  

রোববার (২২ মে) সকালে শিবগঞ্জ বাজারে নুরুল ইসলামের ফলের দোকানে গাছ পাকা গোপালভোগ আম দেখা গেছে।  

তিনি বলেন, সকালে শিবগঞ্জ উপজেলার কালুপুরের একটি বাগানে আমগুলো পাড়া হয়েছে। ওই বাগানের মালিক হাফিজুর বাজারে আমগুলো পাইকারি ১০০ টাকা কেজিতে বিক্রি করেন। এখন আমরা বিক্রি করছি ১২০ টাকা কেজি দরে।  

তিনি আরও বলেন, এ বাজারে জেলার প্রথম পাকা আম বাজারে নেমেছে। এখন যেসব আম বাজারে রয়েছে, তার প্রায় সবই গুটি জাতের। এ মাসের শেষের দিক থেকে বাজারে ব্যাপক হারে পাকা আম পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।