এক ভাঙা হৃদয়
একটা সংবাদ আছে মর্মপীড়া পাওয়ার, পিছনে
তাকিয়ে শুধু কালো চোখে খুঁজে নেবার; স্বর্গসুখের
মতো বক্ষদেশে ঘুমিয়ে পড়ার।
সে এক বিশাল অভিজ্ঞতা, সজোরে কেঁদে দুঃখ
ভোলার দীর্ঘসূত্রতা যেন লম্বা ফিতার মতো পরিধি
তার চারপাশ ঘিরে ফেলেছে; ফিরে তাকালে কৌতুক
করে।
যাবে, স্বার্থময় অন্ধত্ব খেয়ে ফেলেছে সব। আজ শুধু
ভালোবাসাহীন কুয়াসার ভোর হয়ে আছি, কারো পদচিহ্ন
পড়বে না হয়তো, এভাবে চলে যাচ্ছে সময় যেনও হারিয়ে
গেছে অতীতের ক্লান্তিময় কোন দিশাহীন পথে।
অনেক হয়েছে আর কত মাত্রায় ভাঙলে শোকার্ত হব!
এবার কি ফিরে আসা যায় না।
অনুরণন
তুমি চাইতে পার, যদি ভালোবাসি তোমায়!
ঠোঁট দুটি দিয়ে চুষে নিও কিন্তু ফেলে দেবে না
তো কোন নির্জন দ্বীপে?
হাতটি ধর আমার।
জানি মুখটা জামের ফলের মতো লাল হবে
যেন তা আর্তির ভিতর ছদ্মনামে ডুবে যায়।
ধারালো ছুরির মধ্যে অসীম রক্ত, ভেঙে দিও না
সূক্ষ্ণ গ্লাসটি। আমি আগের মতোই থাকবো তোমার
মনকে বলে দিও; অন্ধের মতো ভালোবাসবো যা কিনা
মস্তিষ্কে স্থির হয়ে যায়।
মাঝেমাঝে আমার কণ্ঠের সাথে মিলে যেও যাতে মৃত্যুর
পর তোমায় খুঁজে পাই; বাতাসের সাথে মিলিয়ে নিও
একটা শূন্য ক্যানভাস যেন তোমাকে ছাড়া বাঁচতে
না হয়। আর মনের এক কোণে জমিয়ে রেখো সব সুখ
ও অশ্রু যাতে পড়ে না যায়: এবার আমাকে ধর।
বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১২