ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

কাজল শাহনেওয়াজের গদ্য বায়োপিক ‘দিঘলী’ নিয়ে আলোচনা শুক্রবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, অক্টোবর ৭, ২০২৫
কাজল শাহনেওয়াজের গদ্য বায়োপিক ‘দিঘলী’ নিয়ে আলোচনা শুক্রবার

কবি ও কথাশিল্পী কাজল শাহনেওয়াজের গদ্য-বায়োপিক ‘দিঘলী’। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আত্মজৈবনিক ঘটনাক্রমের সাথে সমান্তরালে প্রবাহিত দেশ, রাজনীতি, সমকাল এবং প্রতিবেশ।

এনালগ জীবন থেকে ডিজিটালে পা রাখার রোমহর্ষক বর্ণনা ‘দিঘলী’।

বইটির পাঠ প্রতিক্রিয়া নিয়ে আগামী শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে বৈভব প্রকাশনী একটি ইভেন্টের আয়োজন করেছে।

এই আয়োজনে কথা বলবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সোশ্যাল সায়েন্সেস স্কুলের ডিন ড. সুমন রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মিলু হাসান।

২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় ‘দিঘলী’ প্রকাশ করে বৈভব প্রকাশনী।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।