ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

হত্যা-হামলার প্রতিবাদে শাহবাগে কবি-লেখক-শিল্পী সমাবেশ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
হত্যা-হামলার প্রতিবাদে শাহবাগে কবি-লেখক-শিল্পী সমাবেশ

একের পর এক লেখক-প্রকাশকদের নৃশংসভাবে হত্যা ও হামলার প্রেক্ষিতে গঠিত কবি-লেখক-শিল্পী সমাবেশ শুক্রবার বিকাল চারটায় আজিজ সুপার মার্কেটের সামনে প্রতিবাদ আয়োজন করে। সমাবেশে লেখকরা নিজেদের বই পুড়িয়ে ‘গ্রন্থবহ্নি প্রতিবাদ’ জানান।



সভা পরিচালনা করেন কথাসাহিত্যিক রাখাল রাহা। সমাবেশে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি অনিকেত শামীম, কবি ও সাংবাদিক পারভেজ চৌধুরী, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ এবং প্রাবন্ধিক ও প্রকাশক ফিরোজ আহমেদ।

আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হক ও শিল্পী অরূপ রাহী প্রমুখ।

এছাড়া সংহতি জানিয়ে উপস্থিতি ছিলেন অর্থনীতিবিদ সুজিৎ চৌধুরী, কবি জুয়েল মাজহার, কবি মুজিব মেহদী, কবি কামরুজ্জামান কামু এবং সাহিত্যিক শাহনাজ নাসরীন, কবি মামুন খান, কবি রহিমা আফরোজ মুন্নী, কবি রওশন আরা মুক্তা, কবি রুহুল মাহফুজ জয় এবং সাংবাদিক যিশু মোহাম্মদ।

এছাড়া নৃবিজ্ঞানী নাসরিন সিরাজ ও অভিনেত্রী রীতু সাত্তারসহ তরুণ লেখক ও সংস্কৃতিকর্মীদের উল্লেখযোগ্য অংশ সমাবেশে যোগ দেন।



বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।