ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন কবি মোহীত উল আলম

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন কবি মোহীত উল আলম

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিকোলজি বিভাগের দেয়া ‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ শীর্ষক সম্মাননা গ্রহণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কবি ও কথাসাহিত্যিক ড. মোহীত উল আলম।

গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির মিউজিকোলজি বিভাগের আয়োজনে  প্রথম আন্তর্জাতিক সংগীত সম্মেলনে  তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

তিনি ছাড়া আরো দুই ভারতীয় এই সম্মাননা পান।

৬ নভেম্বর শেষ হওয়া এ সম্মেলনের কয়েকটি আন্তর্জাতিক সেমিনারেও অংশগ্রহণ করেন মোহীত উল আলম।

এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, এমিনেন্ট মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের ড. প্রদীপ কুমার ঘোষ এবং এমিনেন্ট একাডেমিশিয়ান ও মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের প্রফেসর বিনাতা মৈত্র’কে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।



বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।