ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে ২ দিনব্যাপী নাট্য কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফেনীতে ২ দিনব্যাপী নাট্য কর্মশালা

ফেনীতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করছে ‘ফেনী থিয়েটার’। ‍

ফেনী: ফেনীতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করছে ‘ফেনী থিয়েটার’। ‍

শুক্র ও শনিবার (১১-১২ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এম টি এম কামরান হাসান।

নাট্য ব্যক্তিত্ব খোরশেদুল আলম ও রওশন জান্নাত রুশনি প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নিবেন।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র ‘বীরঙ্গনার বয়ান’ নামে একটি নাটক মঞ্চস্থ করবেন।

রওশন জান্নাত রুশনির রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনা নাটকটি পরিবেশিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।