ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

গ্যাটে ইনস্টিটিউটের সম-সাময়িক নৃত্য উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
গ্যাটে ইনস্টিটিউটের সম-সাময়িক নৃত্য উৎসব মঞ্চে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা

ঢাকা: গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হয়েছে দুই দিনের সম-সাময়িক নৃত্য উৎসব।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ নৃত্য আয়োজন।

প্রথম দিনে নৃত্য পরিবেশন করেন মেহরাজ হক তুষার, পারভীন সুলতানা কলি, আরিফুল ইসলাম অর্নব, মৌমিতা রায় জয়া ও অনন্দিতা খান।

মেহরাজ হক তুষারের পরিবেশনাটির নাম ছিলো ‘ট্রাস্ট’ বা ‘বিশ্বাস'। পারভীন সুলতানা কলি পরিবেশন করেন ‘ইমপ্রিজনড ফ্রিডম’  বা ‘অবরুদ্ধ স্বাধীনতা’ নামের নাচ। মঞ্চে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরাআরিফুল ইসলাম অর্নব পরিবেশন করেন ‘এ স্ট্রাগলিং আইডেনটিটি’ বা ‘একটি সংগ্রামী পরিচয়’ শিরোনামের নাচ। মৌমিতা জয় রয়া পরিবেশনাটি ছিলো ‘রিলিজিওন- এ কজ অব কনফ্লিক্ট ইন কালচার’। অনন্দিতা খার পরিবেশন করেন ‘রিফিউজিস’ নামের নৃত্য।

প্রতিটি পরিবেশনায় মূল শিল্পীর সঙ্গে অংশ নেন একাধিক সহশিল্পী। বুধবার একই মিলনায়তনে সন্ধ্যায় শেষ হবে দু’দিনের এ নৃত্য উৎসব।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।