ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে যাত্রী ভোগান্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
নভোএয়ারে যাত্রী ভোগান্তি

ঢাকা: নভোএয়ারের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে যশোর থেকে ঢাকায় আসা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

এমব্রায়ার উড়োজাহাজের দরজা বন্ধ না হওয়ায় নির্দিষ্ট সময়ে ফ্লাইটটি যশোর থেকে ছাড়তে ব্যর্থ হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।



বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে নভোএয়ারের ফ্লাইটটি যশোর যায়। ফিরতি ফ্লাইটটি বিকেল সাড়ে পাঁটায় যশোর ছাড়ার কথা ছিল। কিন্তু, যাত্রী ওঠানোর পর এটি ছাড়ার আগমুহূর্তে দরজা খুলে যায়।

বৈমানিক কোনোভাবেই আর উড়োজাহাজের খোলা দরজা বন্ধ করতে পারছিলেন না। এ অবস্থায় উড়োজাহাজটি উড্ডয়নে ব্যর্থ হন সংশ্লিষ্ট বৈমানিক। এভাবে অনেকক্ষণ চেষ্টার পরেও দরজাটি বন্ধ করতে না পেরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

এর ফলে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যশোর বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে থাকেন। যাত্রীদের ধৈর্যচ্যুতির একপর্যায়ে তারা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। যাত্রীদের তোপের মুখে পরবর্তীতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নভোএয়ারের ফ্লাইট অপারেশন পরিচালক ক্যাপ্টেন মনিরুল জোয়ারদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন বলে নভোএয়ারের অফিস থেকে জানানো হয়।   

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।